Join our Telegram Channel

কষে দেখি 22 | 22. সমান্তরাল সরলরেখা অঙ্কন | WBBSE Board Class 8 Math Solution

22. সমান্তরাল সরলরেখা অঙ্কন | কষে দেখি 22 | Exercise 22 | Ganit Prabha Class VIII math solution | WBBSE Class 8 Math Solution in Bengali


 গণিত প্রভা VIII কষে দেখি 22 সমাধান 


1. একটি সরলরেখা XY –এর বহিস্থ বিন্দু Z দিয়ে কতগুলি সরলরেখাংশ আকতে পারব দেখি যারা XY-এর সমান্তরাল।
অঙ্কন প্রণালীঃ 
একটি সরলরেখা XY এর উপর বহিস্থ বিন্দু Z নিলাম। Z বিন্দু দিয়ে XY এর সমান্তরাল সরলরেখা আঁকব। XY সরলরেখার উপর P একটি বিন্দু নিলাম। P ও Z যুক্ত করলাম। এর ফলে \(\angle ZPY\) কোণ উৎপন্ন হল। এবার স্কেল ও কম্পাসের সাহায্যে Z বিন্দুতে \(\angle ZPY\) এর বিপরীত দিকে \(\angle ZPY\) এর সমান কোণ \(\angle PZQ\)  আঁকলাম। QZ কে উভয়দিকে বর্ধিত করে MN সরলরেখা পেলাম যা XY সরলরেখার সঙ্গে সমান্তরাল। 

XY সরলরেখার উপর বহিস্থ বিন্দু  Z দিয়ে একটি সরলরেখা আঁকতে পারব যা XY এর সঙ্গে সমান্তরাল। 



2. হাবিব খাতায় একটি সরলরেখাংশ PQ এঁকেছে এবং PQ সরলরেখাংশের বহিঃস্থ একটি বিন্দু R এঁকেছে। আমি স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে যেকোনো পদ্ধতিতে PQ সরলরেখাংশের একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা R বিন্দুগামী হবে। 
PQ সরলরেখার বহিঃস্থ বিন্দু R নিলাম। R বিন্দু দিয়ে PQ সরলরেখার সমান্তরাল সরলরেখা MN অঙ্কন করলাম।  




3. মেঘা স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে \(\angle ABC=60°\) আঁকল। BA ও BC রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু P ও Q নিলাম। P বিন্দু দিয়ে BC রশ্মির ও Q বিন্দু দিয়ে BA রশ্মির সমান্তরাল সরলরেখা টানলাম।
এই দুটি সরলরেখার ছেদবিন্দুর নাম দিলাম D; PBQD চতুর্ভুজটি কী ধরনের লিখি।
এখানে \(\angle ABC=60°\); BA সরলরেখার P বিন্দু দিয়ে BC সরলরেখার সমান্তরাল সরলরেখা PY অঙ্কন করলাম। BC সরলরেখার Q বিন্দু দিয়ে BA সরলরেখার সমান্তরাল সরলরেখা QZ অঙ্কন করলাম। 
অর্থাৎ, BC||PY এবং BA||QZ. 
XY ও QZ পরস্পরকে D বিন্দুতে ছেদ করেছে। 
PBQD চতুর্ভুজের BQ||PD [ ∵ BC||PY ]
এবং BP||QD [ ∵ BA||QZ ]

PBQD চতুর্ভুজটি একটি সামান্তরিক। 









Post a Comment

0 Comments