Join our Telegram Channel

কষে দেখি 21 | 21. সম্পাদ্যঃ মধ্যসমানুপাতী নির্ণয় | দশম শ্রেণী | WBBSE Board Class 10 Math Solution

21. সম্পাদ্যঃ মধ্যসমানুপাতী নির্ণয় । কষে দেখি 21 | Exercise 21 solution | গণিত প্রকাশ X সমাধান | WBBSE Class 10 Math Solution in Bengali 


কষে দেখি  21 সমাধান


1. নিম্নলিখিত দৈর্ঘ্যের সরলরেখাংশগুলির মধ্যসমানুপাতী অঙ্কন করি এবং প্রতিক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্যসমানুপাতীগুলির মান নির্ণয় করিঃ
(i) 5 সেমি., 2.5 সেমি. 
(ii) 4 সেমি., 3 সেমি.
(iii) 7.5 সেমি., 4 সেমি.
(iv) 10 সেমি., 4 সেমি.
(v) 9 সেমি., 5 সেমি.
(vi) 12 সেমি., 3 সেমি.

(i) 5 সেমি., 2.5 সেমি. 
নির্ণেয় মধ্যসমানুপাতী, BQ=3.5 সেমি. (প্রায়)

(ii) 4 সেমি., 3 সেমি.
নির্ণেয় মধ্যসমানুপাতী, BQ=3.5 সেমি. (প্রায়)


(iii) 7.5 সেমি., 4 সেমি.
নির্ণেয় মধ্যসমানুপাতী, BQ=5.5 সেমি. (প্রায়)


(iv) 10 সেমি., 4 সেমি.
নির্ণেয় মধ্যসমানুপাতী, BQ=6.3 সেমি. (প্রায়)


(v) 9 সেমি., 5 সেমি.


(vi) 12 সেমি., 3 সেমি.
নির্ণেয় মধ্যসমানুপাতী, BQ=6 সেমি. 


2. জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করিঃ
(i) 7    (ii) 18    (iii) 24    (iv) 28    (v) 13    (vi) 29

(i) 7
\(\sqrt7=\sqrt{3.5\times2}\)
    BQ=2.8 সেমি. (প্রায়)
\(\sqrt7=2.8\) সেমি. (প্রায়)


(ii) 18
\(\sqrt{18}=\sqrt{6\times3}\)
    BQ=4.2 সেমি. (প্রায়)
\(\sqrt{18}=4.2\) সেমি. (প্রায়)


(iii) 24
\(\sqrt{24}=\sqrt{6\times4}\)
    BQ=4.9 সেমি. (প্রায়)
\(\sqrt{24}=4.9\) সেমি. (প্রায়)


(iv) 28
\(\sqrt{28}=\sqrt{7\times4}\)
    BQ=5.3 সেমি. (প্রায়)
\(\sqrt{28}=5.3\) সেমি. (প্রায়)


(v) 13
\(\sqrt{13}=\sqrt{6.5\times2}\)
    BQ=3.6 সেমি. (প্রায়)
\(\sqrt{13}=3.6\) সেমি. (প্রায়)


(vi) 29
\(\sqrt{29}=\sqrt{7.25\times4}\)
    BQ=5.4 সেমি. (প্রায়)
\(\sqrt{29}=5.4\) সেমি. (প্রায়)


3. নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করিঃ
(i) \(\sqrt{14}\) সেমি.
(ii) \(\sqrt{22}\) সেমি.
(iii) \(\sqrt{31}\) সেমি.
(iv) \(\sqrt{33}\) সেমি.

(i) \(\sqrt{14}\) সেমি.

\(\sqrt{14}=\sqrt{7\times2}\)
BMNQ হল নির্ণেয় বর্গক্ষেত্র।  

(ii) \(\sqrt{22}\) সেমি.
\(\sqrt{22}=\sqrt{11\times2}\)
 
BMNQ হল নির্ণেয় বর্গক্ষেত্র।


(iii) \(\sqrt{31}\) সেমি.

\(\sqrt{31}=\sqrt{15.5\times2}\)  

BMNQ হল নির্ণেয় বর্গক্ষেত্র। 


(iv) \(\sqrt{33}\) সেমি.

\(\sqrt{33}=\sqrt{16.5\times2}\)
 
BMNQ হল নির্ণেয় বর্গক্ষেত্র। 



4. নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করিঃ
(i) 8 সেমি., 6 সেমি.
(ii) 6 সেমি., 4 সেমি.
(iii) 4.2 সেমি., 3.5 সেমি.
(iv) 7.9 সেমি., 4.1 সেমি.

(i) 8 সেমি., 6 সেমি.
CGHF হল নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 


(ii) 6 সেমি., 4 সেমি.
CGHF হল নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 


(iii)  4.2 সেমি., 3.5 সেমি.
CGHF হল নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 


(iv)  7.9 সেমি., 4.1 সেমি.
CGHF হল নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 



5. নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করিঃ
(i) ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি., 7 সেমি. ও 5 সেমি.
\(GEHI\) হল নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। 


5. নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করিঃ
(ii) একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7 সেমি. এবং সমান বাহুদুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেমি.।
\(GEFI\) হল নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। 


5. নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করিঃ
(iii) একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি. 
\(GEHI\) হল নির্ণেয় বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। 



Post a Comment

0 Comments