7. বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য | কষে দেখি 7.3 | Exercise 7.3 solution | গণিত প্রকাশ X সমাধান | WBBSE Class 10 Math Solution in Bengali
কষে দেখি 7.3 সমাধান
1. ABC ত্রিভুজের B কোণটি সমকোণ। যদি AC-কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি যা AB কে D বিন্দুতে ছেদ করে, তবে নীচের তথ্যগুলির মধ্যে কোনটি ঠিক লিখি-
(i) AB>AD (ii) AB=AD (iii) AB<AD
AC কে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করা হলে বৃওটি
AB কে D বিন্দুতে ছেদ করে।
∴ \(\angle ADC=90°\)
[∵ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ]
আবার, ABC ত্রিভুজের B কোণটি সমকোণ।
∴ \(\angle ABC=90°\)
∴ \(\angle ADC\ =\angle ABC\)
এটা অসম্ভব, কারণ কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ একটি অন্তঃস্থ বিপরীত কোণের সমান হতে পারে না।
এটা সম্ভব হবে যদি B ও D একই বিন্দু হয়।
অর্থাৎ, B=D হয়।
∴ (ii) AB=AD তথ্যটি ঠিক
2. প্রমাণ করি যে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনোটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখন্ডিত করে।
প্রদত্তঃ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AB=AC ।
AC বাহুকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করা হলে
বৃত্তটি BC কে D বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে যেঃ BD=DC
অঙ্কনঃ A ও D যুক্ত করা হল।
প্রমাণঃ AC বৃত্তের ব্যাস
∴ \(\angle ADC=90°\) [∵ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ]
∴ \(\angle ADC=180°-∠ADC\)
\(=180°-90°=90°\)
∆ABD এবং ∆ACD এর মধ্যে,
AB=AC,
\(\angle ADC=\angle ADC\) [উভয়েই সমকোণ]
AD সাধারণ বাহু
∴ ∆ABD≅∆ACD [সর্বসমতার S-A-S শর্তানুসারে]
∴ BD=DC [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু] [প্রমাণিত]
3. সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে। PA ও PB যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে, প্রমাণ করি যে A, Q ও B বিন্দুত্রয় সমরেখ।
প্রদত্তঃ দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে
ছেদ করেছে। PA ও PB যথাক্রমে দুটি
বৃত্তের ব্যাস।
প্রমাণ করতে হবে যেঃ
A,Q ও B বিন্দুত্রয় সমরেখ।
অঙ্কনঃ P,Q যুক্ত করা হল।
প্রমাণঃ যেহেতু, PA বৃত্তের ব্যাস এবং ∠PQA অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠PQA=90°
আবার, PB অপর বৃত্তের ব্যাস এবং ∠PQC অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠PQC=90°
∴ ∠AQB=∠PQA+∠PQC=90°+90°=180°
∴ A,Q ও B বিন্দুত্রয় সমরেখ [প্রমাণিত]
4. রজত একটি সরলরেখাংশ PQ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু R এবং সে PR ও PQ কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে। আমি P বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে, PS=ST
প্রদত্তঃ
PQ সরলরেখাংশের মধ্যবিন্দু R PR ও PQ কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করা হল। P বিন্দুগামী একটি সরলরেখা প্রথম বৃত্তকে S বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে T বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে যেঃ PS=ST
অঙ্কনঃ S,R ও T,Q যুক্ত করা হল।
প্রমাণঃ
যেহেতু, PR বৃত্তের ব্যাস এবং ∠PSR অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠PSR=90°
আবার, PQ অপর বৃত্তের ব্যাস এবং ∠PTQ অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠PTQ=90°
যেহেতু, ∠PSR=90° এবং ∠PTQ=90°
∴ SR||TQ
∆PQT এর SR||TQ এবং R,PQ এর মধ্যবিন্দু
∴ S,PT বাহুর মধ্যবিন্দু
∴ PS=ST [প্রমাণিত]
5. একটি বৃত্তের উপর তিনটি বিন্দু P, O ও R অবস্থিত। PQ ও PR -এর উপর P বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে S ও T বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, RQ=ST
প্রদত্তঃ
বৃত্তের উপর তিনটি বিন্দু P,O ও R অবস্থিত।
PQ ও PR -এর উপর P বিন্দুতে অঙ্কিত লম্ব
দুটি বৃত্তকে যথাক্রমে T ও S বিন্দুতে ছেদ
করেছে।
প্রমাণ করতে হবে যেঃ RQ=ST
অঙ্কনঃ S,Q ও R,T যুক্ত করা হল এবং SQ ও TR পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণঃ
যেহেতু, বৃত্তস্থ কোণ ∠QPS এবং ∠RPT উভয়েই সমকোণ
∴ QS ও TR উভয়েই বৃত্তটির ব্যাস।
আবার QS ও TR ব্যাস দুটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।
∴ বৃত্তটির কেন্দ্র হল O
∆ROQ এবং ∆SOT এর মধ্যে
SO=OR [উভয়েই বৃত্তের ব্যাসার্ধ]
∠SOT= বিপ্রতীপ ∠QOR
TO=OQ [উভয়েই বৃত্তের ব্যাসার্ধ]
∴ ∆ROQ≅∆SOT [সর্বসমতার S-A-S শর্তানুসারে]
∴ RQ=ST [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু] [প্রমাণিত]
6. ABC একটি সুক্ষ্মকোণী ত্রিভুজ। ABC ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস AP; BE ও CF যথাক্রমে AC ও AB বাহুর উপর লম্ব এবং তারা পরস্পরকে Q বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, BPCQ একটি সামান্তরিক।
প্রদত্তঃ
ABC একটি সুক্ষ্মকোণী ত্রিভুজ। ABC ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস AP; BE ও CF যথাক্রমে AC ও AB বাহুর উপর লম্ব এবং তারা পরস্পরকে Q বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে যেঃ BPCQ একটি সামান্তরিক
প্রমাণঃ
AP বৃত্তের ব্যাস এবং ∠ACP অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠ACP=90°
∴ CP⊥AC
আবার, EB⊥AC
সুতরাং, CP∥EB অর্থাৎ, CP∥QB
AP বৃত্তের ব্যাস এবং ∠ABP অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠ABP=90°
∴ BP⊥AB
আবার, FC⊥AB
সুতরাং, BP∥FC অর্থাৎ, BP∥QC
BPCQ চতুর্ভুজের CP∥QB এবং BP∥QC
∴ BPCQ চতুর্ভুজটি একটি সামান্তরিক। [প্রমাণিত]
7. একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তর্সমদ্বিখন্ডক ও বহির্সমদ্বিখন্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, PQ বৃত্তের একটি ব্যাস।
প্রদত্তঃ
ABC ত্রিভুজের ∠BAC এর অন্তর্সমদ্বিখন্ডক ও বহির্সমদ্বিখন্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে যেঃ PQ বৃত্তের একটি ব্যাস।
প্রমাণঃ
AP ও AQ যথাক্রমে ∠BAC এর অন্তর্সমদ্বিখন্ডক এবং বহির্সমদ্বিখন্ডক
∴ ∠PAQ=90°
PQ বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ ∠PAQ=90°
∴ PQ বৃত্তটির একটি ব্যাস। [প্রমাণিত]
8. AB এবং CD একটি বৃত্তের দুটি ব্যাস । প্রমাণ করি যে, ACBD একটি আয়তকার চিত্র।
9. প্রমাণ করি, একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়।
প্রদত্তঃ
ধরি, ABCD একটি রম্বস। রম্বসের AB,BC,CD ও DA বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করা হল।
প্রমাণ করতে হবে যেঃ
বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে।
অঙ্কনঃ AC ও BD কর্ণ দুটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণঃ যেহেতু, রম্বসের কর্ণদুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
∴ ∠AOB=∠BOC=∠COD=∠AOD=90°
AB ব্যাসের ওপর বৃত্তস্থ কোণ ∠AOB=90°
আবার, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়।
∴ AB ব্যাস বিশিষ্ট বৃওটি O বিন্দু দিয়ে যাবে।
একইরকমভাবে,
BC,CD,DA ব্যাস বিশিষ্ট বৃওগুলিও O বিন্দু দিয়ে যাবে।
∴ AB,BC,CD,DA ব্যাস বিশিষ্ট বৃওগুলি একটি নির্দিষ্ট বিন্দু O দিয়ে যাবে। [প্রমাণিত]
10. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (V.S.A.)
(A) বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q.):
(a) 30° (b) 90° (c) 60° (d) 45°
সমাধানঃ
PQ ব্যাসের উপর অর্ধবৃত্তস্থ কোণ ∠PRQ
∴ ∠PRQ=90°
∴ ∆PQR থেকে পাই,
∠RPQ+∠PQR=90°
∆PQR এর PR=RQ
∴ ∠RPQ=∠PQR=90°/2=45°
উত্তরঃ (d) 45°
(ii)
QR বৃত্তের একটি জ্যা এবং POR বৃত্তের একটি ব্যাস। OD,QR বাহুর উপর লম্ব। OD=4 সেমি. হলে, PQ-এর দৈর্ঘ্য
QR বৃত্তের একটি জ্যা এবং POR বৃত্তের একটি ব্যাস। OD,QR বাহুর উপর লম্ব। OD=4 সেমি. হলে, PQ-এর দৈর্ঘ্য
(a) 4 সেমি. (b) 2 সেমি.
(c) 8 সেমি. (d) কোনটিই নয়
সমাধানঃ
∠PQR=90° [∵ ∠PQR অর্ধবৃত্তস্থ কোণ]
∴ PQ⊥QR
আবার, OD⊥QR
∴ OD∥PQ
∆PQR এর OD∥PQ এবং O,PQ এর মধ্যবিন্দু
∴ PQ=2OD=2×4 সেমি. =8 সেমি.
উত্তরঃ (c) 8 সেমি.
(iii)
AOB বৃত্তের ব্যাস। AC এবং BD জ্যা দুটি বর্ধিত করলে E বিন্দুতে মিলিত হয়। ∠COD=40° হলে, ∠CED -এর মান
AOB বৃত্তের ব্যাস। AC এবং BD জ্যা দুটি বর্ধিত করলে E বিন্দুতে মিলিত হয়। ∠COD=40° হলে, ∠CED -এর মান
(a) 40° (b) 80° (c) 20° (d) 70°
সমাধানঃ
CD বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ ∠COD এবং বৃত্তস্থ কোণ ∠CAD
∴ \(∠CAD=\frac{1}{2}∠COD =\frac{1}{2}×40°=20°\)
∠ADB অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠ADB=90°
∴ ∠ADE=180°-∠ADB
=180°-90°=90°
∆ADE থেকে পাই,
∠AED=180°- 20°-90°=70°
∴ ∠CED =70°
উত্তরঃ (d) 70°
(a) 3 সেমি. (b) 4 সেমি.
(c) 5 সেমি. (d) 8 সেমি.
সমাধানঃ
∠ACB অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠ACB=90°
∆ACB একটি সমকোণী ত্রিভুজ
∴ \(AB^2=AC^2+BC^2\)
∴ \(AB=\sqrt{3^2+4^2}\) সেমি.
\(=\sqrt {9+16}\) সেমি.
\(=\sqrt 25\) সেমি. =5 সেমি.
উত্তরঃ (c) 5 সেমি.
(a) 50° (b) 90° (c) 45° (d) 20°
সমাধানঃ
∠ACB অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠ACB=90°
∠ACE= ∠ACB +∠BCE=90°+20°=110°
∴ ∆ACE থেকে পাই,
∠AEC=180°-∠ACE-∠CAE
=180°-110°-25°=45°
উত্তরঃ (c) 45°
(B) সত্য বা মিথ্যা লিখিঃ
(i) অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ।
উত্তরঃ মিথ্যা
[***অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সুক্ষ্মকোণ হয়।]
(ii) ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু O এবং OA=OB=OC;
AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি C বিন্দু দিয়ে যাবে।
সমাধানঃ
AB ব্যাস এবং AO=OB
∴ O বৃত্তের কেন্দ্র
আবার, OA=OB=OC
∴ OC বৃত্তের ব্যাসার্ধ হবে।
∴ বৃত্তটি C বিন্দু দিয়ে যাবে।
উত্তরঃ সত্য
(C) শূণ্যস্থান পূরণ করিঃ
(i). অর্ধবৃত্তস্থ কোণ ________।
উত্তরঃ সমকোণ
(ii). অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ______।
উত্তরঃ স্থূলকোণ
(iii). সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি _____ বিন্দু দিয়ে যাবে।
উত্তরঃ সমকৌণিক
11. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (S.A.)
(i) ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB=AC; AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, BD=4 সেমি. হলে CD এর দৈর্ঘ্য নির্ণয় করি।
সমাধানঃ
∠ADB অর্ধবৃত্তস্থ কোণ
∴ ∠ADB=90°
∴ ∠ADC=180°-90°=90°
∆ADB এবং ∆ADC এর মধ্যে
AB=AC,
∠ADB=∠ADC [∵ ∠ADB =90°=∠ADC]
এবং AD সাধারণ বাহু
∴ ∆ADB≅∆ADC [সর্বসমতার S-A-S শর্তানুসারে]
∴ BD=CD [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]
যেহেতু, BD=4 সেমি.
∴ CD=4 সেমি.
(ii) একটি বৃত্তে দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব। AB=4 সেমি. ও AC=3 সেমি. হলে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি।
AB⊥AC
∴ ∠BAC=90°
যেহেতু, অর্ধবৃত্তস্থ কোণ ∠BAC=90°
∴ BC বৃত্তের ব্যাস
সমকোণী ∆ABC থেকে পাই,
\(BC=\sqrt{3^2+4^2}\) সেমি.
\(=\sqrt{9+16}\) সেমি.
\(=\sqrt 25\) সেমি. = 5 সেমি.
∴ বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5/2 সেমি. =2.5 সেমি.
(iii) একটি বৃত্তে দুটি জ্যা PQ এবং PR পরস্পর লম্ব। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি. হলে, জ্যা QR -এর দৈর্ঘ্য নির্ণয় করি।
(iv) AOB বৃত্তের একটি ব্যাস। C বৃত্তের উপর একটি বিন্দু। ∠OBC=60° হলে ∠OCA -এর মান নির্ণয় করি।
সমাধানঃ
∴ ∠ACB =90°
∆BOC এর BO=OC [বৃত্তের ব্যাসার্ধ]
∴ ∠OCB=∠OBC=60°
∠OCA=∠ACB-∠OCB
=90°-60°=30°
(v).
পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস। জ্যা CD -এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। AC ও BD -কে বর্ধিত করায় P বিন্দুতে ছেদ করে। ∠APB -এর মান নির্ণয় করি।
পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস। জ্যা CD -এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। AC ও BD -কে বর্ধিত করায় P বিন্দুতে ছেদ করে। ∠APB -এর মান নির্ণয় করি।
সমাধানঃ
∆COD এর CD=CO=DO= বৃত্তের ব্যাসার্ধ
∴ ∠COD=60°
CD বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ ∠COD
এবং বৃত্তস্থ কোণ ∠CAD
∴ ∠CAD=1/2∠COD=1/2×60°=30°
∠ADB অর্ধবৃত্তস্থ কোণ ∴ ∠ADB=90°
∆ADP এর বহিঃস্থ কোণ ∠ADB=∠PAD+∠APD
বা, ∠APD=∠ADB-∠PAD
বা, ∠APB= ∠ADB-∠CAD
= 90°-30°
= 60°
∴ ∠APB=60°
0 Comments