Join our Telegram Channel

কষে দেখি 4.2 | 4. বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ | WBBSE Board Class 8 Math Solution

4. বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ | কষে দেখি 4.2 | Exercise 4.2 | Ganit Prabha Class VIII math solution | WBBSE Class 8 Math Solution in Bengali



গণিত প্রভা VIII কষে দেখি 4.2 সমাধান 👇



1. দুটি সংখ্যার গুনফল \(3x^2+8x+4\) এবং একটি সংখ্যা 3x+2 হলে, অপর সংখাটি হিসাব করে লিখি।
সমাধানঃ
অপর সংখ্যাটি হল \((3x^2+8x+4)÷( 3x+2)\)
অপর সংখ্যাটি হল x+2


2. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল \(24x^2\  – 65xy+21y^2\) বর্গসেমি. এবং দৈর্ঘ্য (8x – 3y) সেমি. হলে প্রস্থ কত হিসাব করে লিখি।
সমাধানঃ
আয়তক্ষেত্রের প্রস্থ 
= ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য
\(=(24x^2–65xy+21y^2)÷(8x–3y)\) সেমি.
আয়তক্ষেত্রের প্রস্থ (3x-7y) সেমি.


3. একটি ভাগ অঙ্কে ভাজ্য \(x^4+x^3y+xy^3-\ y^4\) এবং ভাজক
\(x^2+xy-y^2\); ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি।
সমাধানঃ
ভাজ্য \(=x^4+x^3y+xy^3-\ y^4\) 
এবং ভাজক \(=x^2+xy-y^2\)
নির্ণেয় ভাগফল \(=x^2+y^2\) এবং ভাগশেষ =0


4. ভাগ করি-
(a) \((m^2+4m-21)\) কে (m-3) দিয়ে।
সমাধানঃ
নির্ণেয় ভাগফল =m+7 এবং ভাগশেষ =0

(b) \((6c^2-7c+2)\) কে (3c-2) দিয়ে।
সমাধানঃ
 
নির্ণেয় ভাগফল =2c-1 এবং ভাগশেষ =0


(c) \((2a^4-a^3-2a^2+5a-1)\) কে \(\left(2a^2+a-3\right)\) দিয়ে।
সমাধানঃ
নির্ণেয় ভাগফল \(=\ a^2-a+1\) এবং ভাগশেষ =a+2 


(d) \((m^4-2m^3-7m^2+8m+12)\) কে \(\left(m^2-m-6\right)\) দিয়ে।
সমাধানঃ
নির্ণেয় ভাগফল \(=m^2-m-2\) এবং ভাগশেষ =0


5. (a) \(\left(6x^2a^3-4x^3a^2+8x^4a^2\right)\ \div\ 2a^2x^2\)
সমাধানঃ

\(\left(6x^2a^3-4x^3a^2+8x^4a^2\right)\div2a^2x^2\) 

\(=\frac{6x^2a^3-4x^3a^2+8x^4a^2}{2a^2x^2}\)

\(=\frac{6x^2a^3}{2a^2x^2}-\frac{4x^3a^2}{2a^2x^2}+\frac{8x^4a^2}{2a^2x^2}\)

\(=3.a^{3-2}\ -2.x^{3-2}+4.x^{4-2}\)

\(=3a-2x+4x^2\)


5. (b) \(\frac{2y^9x^5}{5x^2}\times\frac{125xy^5}{16x^4y^{10}}\)
সমাধানঃ

\(\frac{2y^9x^5}{5x^2}\times\frac{125xy^5}{16x^4y^{10}}\)

\(=\frac{2}{5}\times\frac{125}{16}\times\frac{y^9x^5}{x^2}\times\frac{xy^5}{x^4y^{10}}\)

\(=\frac{25}{8}\times\frac{y^{9+5}.x^{5+1}}{x^{2+4}.y^{10}}\) 

\(=\frac{25}{8}\times\frac{y^{14}.x^6}{x^6.y^{10}}\)

\(=\frac{25}{8}\times\ y^{14-10}\) 

\(=\frac{25}{8}y^4\) 

5. (c) \(\frac{7a^4y^2}{9a^2}\times\frac{729a^6}{42y^6}\)
সমাধানঃ
\(\frac{7a^4y^2}{9a^2}\times\frac{729a^6}{42y^6}\)

\(=\frac{7}{9}\times\frac{729}{42}\times\frac{a^4y^2}{a^2}\times\frac{a^6}{y^6}\)

\(=\frac{27}{2}\times\ a^{10-2}.y^{2-6}\)

\(=\frac{27}{2}\times\ a^8.y^{-4}\)

\(=\frac{27}{2}\times\frac{a^8}{y^4}\)

\(=\frac{27a^8}{2y^4}\)



5. (d) \(\left(p^2q^2r^5-p^3q^5r^2+p^5q^3r^2\right)\div\ p^2q^2r^2\)
সমাধানঃ

\(\left(p^2q^2r^5-p^3q^5r^2+p^5q^3r^2\right)\div\ p^2q^2r^2\) 

\(=\frac{p^2q^2r^5-p^3q^5r^2+p^5q^3r^2}{p^2q^2r^2}\)

\(=\frac{p^2q^2r^5}{p^2q^2r^2}-\frac{p^3q^5r^2}{p^2q^2r^2}+\frac{p^5q^3r^2}{p^2q^2r^2}\)

\(=r^{5-2}-p^{3-2}q^{5-2}+p^{5-2}q^{3-2}\)

\(=\ r^3-pq^3+p^3q\)

6. কোনো ভাগ অঙ্কে ভাজক (x-4) ভাগফল \((x^2+4x+4)\) ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। [ভাজ্য = ভাজক × ___         + ভাগশেষ]
সমাধানঃ
ভাজক =x-4, 
ভাগফল \(=x^2+4x+4\)
এবং ভাগশেষ =3
আমরা জানি, ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ 
ভাজ্য \(=(x-4)\times(x^2+4x+4)+3\)
\(=x^3+4x^2+4x-4x^2-16x-16+3\)
\(=x^3-12x-13\)


7.  কোনো ভাগ অঙ্কে ভাজক \((a^2+2a-1)\), ভাগফল 5a-14 এবং ভাগশেষ 35a-17 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি।
সমাধানঃ
ভাজক \(=a^2+2a-1\), 
ভাগফল =5a-14 
এবং ভাগশেষ =35a-17
আমরা জানি, ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ 
ভাজ্য \(=(a^2+2a-1)\times(5a-14)+\left(35a-17\right)\)
    \(=5a^3+10a^2-5a-14a^2-28a+14+35a-17\)
                    \(=5a^3-4a^2+2a-3\)


8.  ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি।
(i) \((x^2+11x+27)\div(x+6)\)
সমাধানঃ
নির্ণেয় ভাগফল =x+5 এবং ভাগশেষ = - 3

(ii) \((81x^4+2)\ \div\ (3x-1)\) 
সমাধানঃ
নির্ণেয় ভাগফল \(=27x^3+9x^2+3x+1\)
        এবং ভাগশেষ =3


(iii)  \((63x^2-19x-20)\ \div\ (9x^2+5)\)
সমাধানঃ

নির্ণেয় ভাগফল =7 এবং ভাগশেষ = - 19x - 55

(iv) \((x^3-x^2-8x-13)\ \div\ (x^2+3x+3)\)
সমাধানঃ
নির্ণেয় ভাগফল =x-4 এবং ভাগশেষ =x-1





Post a Comment

0 Comments