Join our Telegram Channel

কষে দেখি 18.1 | সদৃশতা(Similarity) | WBBSE Board Class 10 Math Solution

18. সদৃশতা(Similarity) | Exercise 18.1 all solution | Ganit Prakash Class X math solution | WBBSE Class 10 Math Solution in Bengali | 




1. _____ -এ সঠিক উত্তর লিখিঃ 
(i) সকল বর্গক্ষেত্র _______ [সর্বসম/সদৃশ]

উত্তরঃ সকল বর্গক্ষেত্র সদৃশ। 


(ii) সকল বৃত্ত _______ [সর্বসম/সদৃশ]

উত্তরঃ সকল বর্গক্ষেত্র সদৃশ। 


(iii) সকল _______ [সমবাহু/সমদ্বিবাহু] ত্রিভুজ সর্বদা সদৃশ। 

উত্তরঃ সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। 


(iv) দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি _______ [সমান/সমানপাতী] হয় এবং অনুরূপ বাহুগুলি _______ [অসমান/সমানুপাতী] হয়। 

উত্তরঃ দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। 


2. নীচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখিঃ
(i) যে-কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ।

উত্তরঃ সত্য

[সর্বসম চিত্র সর্বদা সদৃশ হয় কিন্তু সদৃশ চিত্র সর্বদা সর্বসম হবে না।]


(ii) যে-কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম।

উত্তরঃ মিথ্যা 
[সর্বসম চিত্র সর্বদা সদৃশ হয় কিন্তু সদৃশ চিত্র সর্বদা সর্বসম হবে না।]


(iii) যে-কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান।

উত্তরঃ সত্য
[দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।]


(iv) যে-কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক।

উত্তরঃ সত্য
[দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।]


(v) বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ।

উত্তরঃ মিথ্যা 
[ বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ নয়] 


3. একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখি।

উত্তরঃ দুটি সমবাহু ত্রিভুজ পরস্পর সদৃশ। 


4. একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয়।

উত্তরঃ


চিত্রে, ∆ABC একটি সমবাহু ত্রিভুজ এবং ∆DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ যারা পরস্পর সদৃশ নয়। 


Post a Comment

0 Comments