Join our Telegram Channel

3. বৃত্ত সম্পর্কিত উপপাদ্য || কষে দেখি 3.2 || WBBSE Class 10 Maths Solution

WBBSE Class 10 Maths Solution. 



 3. বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (Theorems Related to Circles)

    কষে দেখি 3.2


1. O কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যসার্ধের দৈর্ঘ্য 5 সেমি. এবং AB একটি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি. O বিন্দু থেকে AB জ্যা এর দূরত্ব হিসাব করে লিখি।

সমাধানঃ

O কেন্দ্রীয় বৃত্তের AB একটি জ্যা।
O বিন্দু থেকে AB জ্যা এর উপর OM লম্ব
অঙ্কন করলাম যা AB কে M বিন্দুতে ছেদ
করেছে।
∴         AM= AB       
[∵ ব্যাস নয় এরূপ জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যা কে সমদ্বিখন্ডিত করে। ]
∴ AM = ×8 সেমি. = 4 সেমি.
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি. ∴ OA=5 সেমি.
AMO সমকোণী ত্রিভুজ থেকে পাই,
OA2=AM2+OM2[পিথাগোরাসের উপপাদ্য অনুসারে]
বা, 52=42+OM2
বা, 25=16- OM2
বা, OM2= 25-16       
বা, OM2=32                                                      
∴         OM=3
         O বিন্দু থেকে AB জ্যা এর দূরত্ব 3 সেমি.


2. O কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি.। O বিন্দু থেকে PQ জ্যা এর দূরত্ব 5 সেমি.। PQ জ্যা এর দৈর্ঘ্য হিসাব করে লিখি।

সমাধানঃ
O কেন্দ্রীয় বৃত্তের O বিন্দু থেকে PQ
জ্যা এর দূরত্ব OM=5 সেমি.
O, P যুক্ত করলাম।
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য =  সেমি. = 13 সেমি.
         OP=13 সেমি.
OMP সমকোণী ত্রিভুজ থেকে পাই,
OP2=PM2+OM2[পিথাগোরাসের উপপাদ্য অনুসারে]
বা, PM2=OP2-OM2
বা, PM2= (132-52)
বা, PM =  = 12
যেহেতু, ব্যাস নয় এরূপ জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যা কে সমদ্বিখন্ডিত করে।
         M, PQ বাহুর মধ্যবিন্দু         
সুতরাং, PQ=2PM=2×12সেমি. = 24 সেমি.

3.    O কেন্দ্রীয় একটি বৃত্তের PQ জ্যা এর দৈর্ঘ্য 4 সেমি. এবং O বিন্দু থেকে PQ এর দূরত্ব 2.1 সেমি.। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

সমাধানঃ
O কেন্দ্রীয় বৃত্তের PQ জ্যা।∴ PQ=4 সেমি.
O বিন্দু থেকে PQ জ্যা এর উপর লম্ব অঙ্কন
করলাম যা PQ কে M বিন্দুতে ছেদ করেছে।
OM=2.1 সেমি.
∵ ব্যাস নয় এরূপ জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যা কে সমদ্বিখন্ডিত করে। 
∴ PM = \(\frac{1}{2}\)PQ= \(\frac{1}{2}\)×4 সেমি. = 2 সেমি.
OMP সমকোণী ত্রিভুজ থেকে পাই,
OP2=PM2+OM2[পিথাগোরাসের উপপাদ্য অনুসারে]
বা, OP2= (22+2.12)
∴ OP = \(\sqrt{4+4.41}\) = \(\sqrt{8.41}\)=2.9
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য = 2.9 সেমি.
∴ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = 2×2.9 সেমি. = 5.8 সেমি.

4. O কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি. ও 8 সেমি. দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোটো দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি. হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দুরত্ব কত তা হিসাব করে লিখি।

সমাধানঃ

ধরি, O কেন্দ্রীয় বৃত্তের CD ও AB জ্যা দুটির

দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি. এবং 8 সেমি.

এবং O বিন্দু থেকে CD ও AB বাহুর উপর

লম্ব যথাক্রমে ON এবং OM।O, D এবং O, B যুক্ত করা হল।

  DN=\(\frac{1}{2}\)CD এবং BM=\(\frac{1}{2}\)AB

[∵ ব্যাস নয় এরূপ জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যা কে সমদ্বিখন্ডিত করে। ]
∴DN= \(\frac{1}{2}\)×6 সেমি. = 3 সেমি. 
এবং BM= \(\frac{1}{2}\)×8 সেমি. = 4 সেমি.  
ছোটো দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি.
ON = 4 সেমি.  
OND সমকোণী ত্রিভুজ থেকে পাই, OD2=ON2+DN2

∴ OD=\(\sqrt{4^2+3^2}=\sqrt{25}\)=5 সেমি.

∴বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য  5 সেমি. ∴    OB = 4 সেমি. 

OMB সমকোণী ত্রিভুজ থেকে পাই, OB2=OM2+BM2

∴ OM=\(\sqrt{5^2-4^2}=\sqrt9\)=3 সেমি.

∴ অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি.



 

5.    যদি কোনো বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 48 সেমি. এবং কেন্দ্র থেকে ওই জ্যা এর দূরত্ব 7 সেমি. হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র  থেকে যে জ্যা এর দূরত্ব 20 সেমি., সেই জ্যা-এর দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি।

সমাধানঃ
ধরি, O কেন্দ্রীয় বৃত্তের CD জ্যা এর 
দৈর্ঘ্য 48 সেমি. এবং O বিন্দু থেকে CD জ্যা 
এর উপর লম্ব ON=7 সেমি.
মনে করি, O বিন্দু থেকে AB জ্যা এর উপর লম্ব OM=20সেমি.
O, B এবং O, D যুক্ত করা হল।
DN=\(\frac{1}{2}\)CD এবং BM=\(\frac{1}{2}\)AB
[∵ ব্যাস নয় এরূপ জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যা কে সমদ্বিখন্ডিত করে। ]
∴DN=\(\frac{1}{2}\)×48 সেমি. = 24 সেমি. 

OND সমকোণী ত্রিভুজ থেকে পাই, OD2=ON2+DN2

∴ OD=\(\sqrt{7^2+{24}^2}=\sqrt{625}=25\) সেমি.
∴বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25 সেমি. ∴ OB = 25 সেমি.  

OMB সমকোণী ত্রিভুজ থেকে পাই, OB2=OM2+BM2

∴ BM=\(\sqrt{{25}^2-{20}^2}=\sqrt{225}\)=15 সেমি.
যেহেতু, BM=\(\frac{1}{2}\)AB AB=2×15 সেমি. = 30 সেমি.
ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যা এর দূরত্ব 20 সেমি., সেই জ্যা-এর দৈর্ঘ্য 30 সেমি.



6. পাশের O কেন্দ্রীয় বৃত্তের ছবিতে OP⊥AB; AB=6 সেমি. এবং PC=2সেমি. হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

সমাধানঃ

ধরি, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি.

O, A যুক্ত করা হল। ∴ OA=OC=r সেমি.

যেহেতু, PC=2সেমি. ∴ OP=OC-PC = (r-2) সেমি.

যেহেতু, OP⊥AB
AP=\(\frac{1}{2}\)AB = \(\frac{1}{2}\)×6 সেমি. = 3 সেমি.

APO সমকোণী ত্রিভুজ থেকে পাই,

OA2=AP2+OP2

বা, r2=32+(r-2)2

বা, r2=9+r2-4r+4

বা, 4r=13

বা, r=\(\frac{13}{4}\)

         r=3.25

বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.25 সেমি.


7. একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে AC=DB.

বিশেষ নির্বচনঃ একটি সরলরেখা O কেন্দ্রীয় বৃওদুটির একটিকে A ও B বিন্দুতে

এবং অপরটিকে C ও D বিন্দুতে ছেদ করেছে।

প্রমাণ করতে হবে যে, AC=DB

অঙ্কনঃ

O বিন্দু থেকে AB বাহুর উপর লম্ব অঙ্কন করলাম

 যা AB কে  M বিন্দুতে ছেদ করেছে।

প্রমাণঃ

যেহেতু, বৃত্তের কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব

অঙ্কন করা হলে, ওই লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে।

∴         M, AB এবং CD এর মধ্যবিন্দু।

∴         AM=BM এবং CM=DM

যেহেতু, AM=BM

বা, AC+CM=BD+DM

∴         AC=BD [যেহেতু, CM=DM]

                        [প্রমাণিত]


8. প্রমাণ করি, কোনো বৃত্তের দুটি পরস্পরছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করতে পারে না, যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়।

প্রদত্তঃ ধরি, O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটি পরস্পরকে এমনভাবে ছেদ

করেছে যাতে M, AB বাহুর মধ্যবিন্দু হয়।

প্রমাণ করতে হবে যে, P, CD এর মধ্যবিন্দু নয়।

অঙ্কনঃ O, M যুক্ত করা হল।

প্রমাণঃ

যেহেতু, M, AB বাহুর মধ্যবিন্দু এবং OM বৃত্তের কেন্দ্রগামী একটি সরলরেখা 

    OMAB

যেহেতু, AB ও CD পরস্পরকে M বিন্দুতে ছেদ করেছে। তাই ওই M বিন্দুতে OM

একসঙ্গে AB ও CD উভয়ের উপর লম্ব হতে পারে না। OP, CD এর উপর লম্ব নয়।

 আমরা জানি, কোনো বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা জ্যা এর উপর লম্ব হলে তবে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখন্ডিত করে।

কিন্তু এখানে OP, CD এর উপর লম্ব নয়।

         P, CD এর মধ্যবিন্দু নয়। [প্রমাণিত]


9.  X ও Y কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে। XY এর মধ্যবিন্দু S এর সঙ্গে A বিন্দু যোগ করলাম এবং A বিন্দু দিয়ে SA-এর উপর লম্ব অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে P ও Q বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে, PA=AQ.

বিশেষ নির্বচনঃ
 X ও Y কেন্দ্রবিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে।
XY এর মধ্যবিন্দু S এর সঙ্গে A বিন্দু যোগ করলাম এবং A বিন্দু দিয়ে SA-এর উপর লম্ব অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে P ও Q বিন্দুতে ছেদ করল।
প্রমাণ করতে হবে যে, PA=AQ
অঙ্কনঃ X ও Y বিন্দু দিয়ে PQ এর উপর যথাক্রমে 
XM ও YN লম্ব অঙ্কন করা হল।
প্রমাণঃ 
যেহেতু, XM, SA এবং YN সরলরেখা তিনটি PQ এর
উপর লম্ব। ∴ XM∥SA∥YN
যেহেতু, XM ও YN যথাক্রমে X ও Y কেন্দ্রীয় বৃত্তদুটির জ্যা PA ও AQ এর উপর লম্ব ∴ AM=\(\frac{1}{2}\)PA এবং AN=\(\frac{1}{2}\)AQ
যেহেতু, S, XY এর মধ্যবিন্দু। ∴ SX=SY
সুতরাং, XM, SA এবং YN সমান্তরাল সরলরেখা তিনটি XY থেকে সমান দুটি অংশে খন্ডিত করে। 
এই সরলরেখা তিনটি PQ থেকেও সমান দুটি অংশে খন্ডিত করবে। সুতরাং, AM=AN
বা, \(\frac{1}{2}PA\)=\(\frac{1}{2}AQ\)
PA=AQ [প্রমাণিত]


10. O কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি. ও 24 সেমি. দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা AB ও CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি AB ও CD জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি. হয়, তবে হিসাব করে বৃত্তের ব্যসার্ধের দৈর্ঘ্য লিখি।

সমাধানঃ
O কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি. ও 24 সেমি. 
দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা CD ও AB 
কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। 
O বিন্দু থেকে AB ও CD জ্যা দুটি উপর লম্ব 
যথাক্রমে OM এবং ON। 
∴ DN=\(\frac{1}{2}CD=\frac{1}{2}×10\) সেমি. = 5 সেমি.  
এবং BM=\(\frac{1}{2}AB=\frac{1}{2}×24\) সেমি. = 12 সেমি.  
AB ও CD জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি. 
∴ OM+ON=17সেমি. 
ধরি, OM=x সেমি. ∴ ON=(17-x)সেমি.
OND সমকোণী ত্রিভুজ থেকে পাই, 
OD2=ON2+DN2=(17-x)2+52
OMB সমকোণী ত্রিভুজ থেকে পাই,
OB2=OM2+BM2=x2+122
যেহেতু, OB=OD [একই বৃত্তের ব্যাসার্ধ]
         x2+122=(17-x)2+52
বা,     x2+144=289-34x+x2+25
বা,     34x=289+25-144
বা,     x=\(\frac{170}{34}\)
    x=5
      OB2=x2+122=52+144=25+144=169
∴ OB=\(\sqrt{169}\) = 13 
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি.


11.দুটি বৃত্তের কেন্দ্র P এবং Q; বৃত্ত দুটি A এবং B বিন্দুতে ছেদ করে। A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে C ও D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, CD=2PQ

প্রদত্তঃ P ও Q কেন্দ্রবিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে A ও B বিন্দুতে ছেদ করেছে।
A বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে C ও D 
বিন্দুতে ছেদ করে। অর্থাৎ, PQ||CD

প্রমাণ করতে হবে যে: PA=AQ

অঙ্কনঃ P ও Q বিন্দু থেকে যথাক্রমে CD এর উপর যথাক্রমে PX ও PY লম্ব অঙ্কন করলাম। 
প্রমাণঃ যেহেতু, PQ||CD ∴ PQ||XY
আবার, PX⊥CD এবং QY⊥CD PX||QY
PQYX চতুর্ভুজের PQ||XY, PX||QY এবং ∠XPQ=90°
PQYX চতুর্ভজটি একটি সামান্তরিক ।
    PX⊥CD এবং QY⊥CD 
সুতরাং, AX=\(\frac{1}{2}\)AC এবং AY=\(\frac{1}{2}\)AD
[যেহেতু, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখন্ডিত করে।]
XY=AX+AY
= \(\frac{1}{2}AC+\frac{1}{2}AD\)
=  \(\frac{1}{2}(AC+AD)\)
= \(\frac{1}{2}CD\)
বা, CD=2XY=2PQ[যেহেতু, PQYX আয়তক্ষেত্রের XY=PQ]
 ∴ CD=2PQ [প্রমাণিত]


12. একটি বৃত্তের AB ও AC জ্যা দুটি সমান। প্রমাণ করি যে, ∠BAC এর সমদ্বিখন্ডক কেন্দ্রগামী।


বিশেষ নির্বচনঃ O কেন্দ্রীয় বৃত্তের AB ও AC জ্যা দুটি সমান। 
প্রমাণ করতে হবে যে, ∠BAC এর সমদ্বিখন্ডক O বিন্দুগামী।
অঙ্কনঃ B ও C যুক্ত করা হল। ∠BAC এর সমদ্বিখন্ডক BC কে P বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণঃ ∆ABP এবং ∆ACP এর মধ্যে
AB=AC [প্রদত্ত]
∠BAP=∠CAP [∵AP, ∠BAC এর সমদ্বিখন্ডক] 
AP সাধারণ বাহু 
∆ABP≅∆ACP [সর্বসমতার S-A-S শর্তানুসারে]
∠BPA=∠CPA এবং BP=CP 
যেহেতু, ∠BPA+∠CPA=180°
∠BPA=∠CPA=90°
P, BC বাহুর মধ্যবিন্দু এবং AP⊥BC
আবার O কেন্দ্রীয় বৃত্তের BC জ্যা এবং P, BC এর মধ্যবিন্দু এবং AP⊥BC 
AP, O বিন্দুর উপর দিয়ে অবস্থিত।  
সুতরাং, ∠BAC এর সমদ্বিখন্ডক O বিন্দুগামী। [প্রমাণিত]


13. একটি বৃত্তের দুটি পরস্পরছেদী জ্যা-এর অন্তর্ভূত কোণের সমদ্বিখন্ডক যদি কেন্দ্রগামী হয়, তাহলে প্রমান করি যে, জ্যা দুটি সমান।

বিশেষ নির্বচনঃ
O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটি পরস্পরকে M বিন্দুতে ছেদ করেছে।
 OM, ∠AMC এর সমদ্বিখণ্ডক 
প্রমাণ করতে হবে যে: AB=CD
অঙ্কনঃ O বিন্দু থেকে AB ও CD এর উপর যথাক্রমে OP ও OQ লম্ব অঙ্কন করলাম।
O, A এবং O, C যুক্ত করা হল।
প্রমাণঃ ∆OPM এবং ∆OQM এর মধ্যে
∠OMP=∠OMQ [∵OM, ∠AMC এর সমদ্বিখণ্ডক]
∠OPM=∠OQM [উভয়েই সমকোণ]
OM সাধারণ বাহু
∴ ∆OPM ≅ ∆OQM [সর্বসমতার A-A-S শর্তানুসারে]
 ∴ OP=OQ [সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু]
∆OPA এবং ∆OQCএর মধ্যে
OP=OQ
∠OPA=∠OQC [উভয়েই সমকোণ]
OC=OA [একই বৃত্তের ব্যাসার্ধ্য]
∆OPA ≅ ∆OQC [সর্বসমতার S-A-S শর্তানুসারে]
AP=CQ
যেহেতু, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখন্ডিত করে।
AP=\(\frac{1}{2}\)AB এবং CQ=\(\frac{1}{2}\)CD
\(\frac{1}{2}AB=\frac{1}{2}CD\)
AB=CD [প্রমাণিত]



14. প্রমাণ করি, একটি বৃত্তে দুটি জ্যা এর মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকতটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যা-টির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।

বিশেষ নির্বচনঃ
ধরি, O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি জ্যা যাদের কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে
OM এবং ON এবং OM>ON 
প্রমাণ করতে হবে যে, CD>AB
অঙ্কনঃ O, B এবং O, D যুক্ত করা হল।
প্রমাণঃ
যেহেতু, OM⊥AB BM=\(\frac{1}{2}\)AB
এবং ON⊥CD DN=\(\frac{1}{2}\)CD
OMB সমকোণী ত্রিভুজ থেকে পাই,
OB2=OM2+BM2

OND সমকোণী ত্রিভুজ থেকে পাই,

OD2=ON2+DN2

যেহেতু, OB=OD [একই বৃত্তের ব্যাসার্ধ]

         OM2+BM2= ON2+DN2

বা, BM2<DN2 [OM>ON             OM2>ON2]

বা, BM<DN

বা, \(\frac{1}{2}AB<\frac{1}{2}CD\)

         AB<CD [প্রমাণিত]


15. একটি বৃত্তের ভিতর যে-কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি।


বিশেষ নির্বচনঃ
ধরি, O কেন্দ্রীয় বৃত্তের মধ্যে P একটি বিন্দু। AB ও CD জ্যা দুটি উভয়েই P বিন্দুগামী।   
P, AB বাহুর মধ্যবিন্দু।
অঙ্কনঃ CD⊥OQ অঙ্কন করলাম।
প্রমাণঃ  
OQP সমকোণী ত্রিভুজ থেকে পাই,
OP>OQ  
আবার, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে নিকটবর্তী জ্যা এর দূরত্ব বৃহত্তম হয়।
CD>AB
AB জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব ক্ষুদ্রতম
অর্থাৎ, কোনো বিন্দু দিয়ে অঙ্কিত জ্যা ক্ষুদ্রতম তখন হবে যখন বিন্দুটি জ্যা এর মধ্যবিন্দু হবে। 







Post a Comment

0 Comments