6. বীজগাণিতিক প্রক্রিয়া | কষে দেখি 6.1 | Exercise 6.1 | Ganit Prabha Class VII math solution | WBBSE Class 7 Math Solution in Bengali
কষে দেখি 6.1 সমাধান
1. বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি।
(a) x -এর সঙ্গে y যোগ।
উত্তরঃ x+y
(b) z থেকে x বিয়োগ।
উত্তরঃ z-x
(c) p -এর দ্বিগুনের সঙ্গে q যোগ।
উত্তরঃ 2p-q
(d) \(x^2\) -এর বর্গের সঙ্গে x গুন।
উত্তরঃ \(x^2\times\ x=x^{2+1}=x^3\)
(e) x ও y -এর যোগফলের \(\frac{1}{4}\) অংশ। 
উত্তরঃ \((x+y)\times\frac{1}{4}\ =\ \frac{1}{4}(x+y)\)
(f) a ও b -এর গুনফলের 4 গুনের সঙ্গে 7 যোগ করলাম।
উত্তরঃ \((4\times\ ab)+7\ =\ 4ab+7\)
(g) x -এর দ্বিগুনের সঙ্গে y -এর অর্ধেক যোগ।
উত্তরঃ \(2x+\frac{1}{2}y\)
(h) x ও y -এর সমষ্টি থেকে x ও y -এর গুনফল বিয়োগ।
উত্তরঃ \((x+y)\ -\ xy\)
2. নীচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি।
এবার চল দিয়ে সাধারণ নিয়ম তৈরি করি।
| উপরের দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | … | 
| দেশলাই কাঠির সংখ্যা | 7 | 12 | 17 | 22 | 27 | 32 | 37 | … | 
1 নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা \(7\ =\ 5\times1\ +\ 2\)
2 নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা \(12\ =\ 5\times2\ +\ 2\)
3 নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা \(17\ =\ 5\times3\ +\ 2\)
.........
x নং চিত্রে দেশলাই কাঠির সংখ্যা \(=5\times x\ +\ 2=5x+2\)
| ট্রাপিজিয়ামের সংখ্যা  | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | … | 
| দেশলাই কাঠির সংখ্যা | 5 | 9 | 13 | 17 | 21 | 25 | 29 | … | 
1 নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা \(=5=4\times1+1\)
2 নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা \(=9=4\times2+1\)
3 নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা \(=13=4\times3+1\)
…………
x নং ট্রাপিজিয়ামে দেশলাই কাঠির সংখ্যা \(=4\times x+1=4x+1\)
3. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখাই ও তাঁরা কতপদী সংখ্যা তা লিখি। 
(a) 5x
সমাধানঃ
5x হল একপদী সংখ্যা।	
(b) \(7+2x+x^2\)
সমাধানঃ
\(7+2x+x^2\)\ হল ত্রিপদী সংখ্যামালা। 
(c) \(x^2+x+1\)
সমাধানঃ
\(x^2+x+1\)\ হল একটি ত্রিপদী সংখ্যামালা। 
(e)\(\ 2y^3+y\)
সমাধানঃ
\(2y^3+y\) হল দ্বিপদী সংখ্যামালা। 
(f) \(x^2y+xy^2+xyz\)
সমাধানঃ
\(x^2y+xy^2+xyz\) হল ত্রিপদী সংখ্যামালা। 
(g) \(xy+2x^2y^2\)
সমাধানঃ
\(xy+2x^2y^2\) হল দ্বিপদী সংখ্যামালা। 
4. নীচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ (Numerical co-efficient) লিখি।
(a) (2x+3y) 
উত্তরঃ
 x এর সহগ 2, y এর সহগ 3 
(b) \(x^2+2x+5\)
উত্তরঃ
\(x^2\) এর সহগ 1, x এর সহগ 2
 (c) \(x+5xy-7y\)
উত্তরঃ
x এর সহগ 1, xy এর সহগ 5 এবং y এর সহগ -7
(d) (-5-z)
উত্তরঃ
z এর সহগ -1
(e) \(x^3+x-y\)
উত্তরঃ
 \(x^3\) এর সহগ 1, x এর সহগ 1 এবং y এর সহগ -1
(f) \(\frac{x}{2}+4\)
উত্তরঃ
x এর সহগ \(\frac{1}{2}\)
5. নীচের বীজগাণিতিক সংখ্যামালায় x উৎপাদকযুক্ত পদের বা পদগুলির x -এর সহগ লিখি। 
(a) \(y^3x+y^2\)
উত্তরঃ
	x উৎপাদকযুক্ত পদটি হল \(y^3x\)
	\(y^3x\) পদটির x এর সহগ \(y^3\)
(b) \(15z^2-8zx\)
উত্তরঃ
	x উৎপাদক যুক্ত পদটি হল -8zx
	-8zx পদটির x এর সহগ -8z
 (c) (-x-y+2)
উত্তরঃ	
	x উৎপাদক যুক্ত পদটি হল -x
	-x পদটির x এর সহগ -1
 (d) 4+y+yx
উত্তরঃ
	x উৎপাদক যুক্ত পদটি হল yx 
 	yx পদটির x এর সহগ y
 (e) \(2+x+xy^2\)
উত্তরঃ
	x উৎপাদক যুক্ত পদগুলি হল x ও \(xy^2\)
 	x পদটির x এর সহগ 1
 	\(xy^2\) পদটির x এর সহগ \(y^2\)
 (f) \(15xy^4-14\)
উত্তরঃ
	x উৎপাদক যুক্ত পদটি হল \(15xy^4\)	
 	\(15xy^4\) পদটির x এর সহগ \(15y^4\)
6. নীচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। 
2x, y, 12xy, \(13y^2\), -5x, 18y, -4xy, \(-2y^2\), \(21x^2y\), 3x, 3xy, ও -xy, -y,\(6x^2\), -15x^2
উত্তরঃ 
সদৃশ পদগুলি হল
2x, -5x, 3x;
y, 18y, -y;
12xy, -4xy, 3xy, -xy;
\(13y^2, -2y^2;\)
\(21x^2y;\)
\(-6x^2, -15x^2\)
7. নীচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ ও কোনগুলি অসদৃশ পদ তা যুক্তি দিয়ে লিখি।
(a) (2x, 3y)	  
  (b) (7x, 8x)	
(c) (-29x, 6x)	(d) (4xy, 6yz)
(e) (-15yx, 8xy)	(f) (5xy, 6x^2y^2)
উত্তরঃ
সদৃশ পদগুলি হল 	
(b) 7x, 8x;     (c) -29x, 6x    (e) -15yx, 8xy
অসদৃশ পদগুলি হল 	
(b) 7x, 8x;     (c) -29x, 6x    (e) -15yx, 8xy
8. নীচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে \(x^2\) পদ আছে সেটি লিখি এবং \(x^2\) এর সহগ লিখি।
(a) \(5-xy^2\)
উত্তরঃ	
\(5-xy^2\)  সংখ্যামালাটিতে \(x^2\) উৎপাদক যুক্ত কোনো পদ নেই। 
(b) \(-6x^2-8y\) 
উত্তরঃ
যে পদটিতে \(x^2\) আছে সেটি হল \(-6x^2\)
\(-6x^2\) পদটি থেকে x^2 এর সহগ -6
(c) \(3x^2-15xy^2-8y^2\)
উত্তরঃ
\(5-xy^2\)  সংখ্যামালাটিতে \(x^2\) উৎপাদক যুক্ত কোনো পদ নেই। 
(d) \(2+3x^2y+4x\)
উত্তরঃ
যে পদটিতে \(x^2\) আছে সেটি হল \(3x^2y\)
\(3x^2y\) পদটি থেকে \(x^2\) এর সহগ 3y
(e) \(5-6x^2y^2+6xy\)
উত্তরঃ
যে পদটিতে \(x^2\) আছে সেটি হল \(-6x^2y^2\)
\(-6x^2y^2\)  পদটি থেকে \(x^2\) এর সহগ \(-6y^2\)



image.png)
image.png)
image.png)
image.png)
image.png)
image.png)
image.png)
 
 
 
 
 
0 Comments