1. পূর্বপাঠের পুনরালোচনা | কষে দেখি 1.3 | Exercise 1.3 | Ganit Prabha Class VI math solution | WBBSE Class 6 Math Solution in Bengali
গণিত প্রভা VI কষে দেখি 1.2 সমাধান 👇
1. ফাঁকা ঘরে লিখি –
সমাধানঃমোট ঘরসংখ্যা = 10 টি
রঙিন করা ঘরের সংখ্যা = 7 টি
∴ চিত্রটির অংশ রং করা।
মোট ঘরসংখ্যা = 6 টি
রং করা নেই এমন ঘরের সংখ্যা = 5 টি
∴ চিত্রটির অংশ রং করা নেই।
2. মনে মনে ভেবে নিজে করি –
(a) অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি।
উত্তরঃ অংশ
(b) আমার কাছে একটি বড়ো চকোলেট আছে। আমি সেই চকোলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম দেখি।
সমাধানঃ
বোন পেল 3টি টুকরো, ভাই পেল 2 টি টুকরো
∴ বাকি টুকরো = (8 – 3 – 2) = 3
বোন পেল অংশ,
ভাই পেল অংশ = অংশ,
আমি পেলাম অংশ
(c) 1 থেকে 10 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মোট পূর্ণসংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি।
সমাধানঃ
1 থেকে 10 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি হল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
এবং মৌলিক সংখ্যাগুলি হল 2, 3, 5, 7
মোট পূর্ণসংখ্যা = 10 টি এবং মোট মৌলিক সংখ্যা = 4 টি
∴ মোট পূর্ণসংখ্যার অংশ = অংশ মৌলিক সংখ্যা আছে।
(d) ঝুড়িতে কিছু কমলালেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2 টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি।
সমাধানঃ
দাদুকে অর্ধেক লেবু দেওয়া হয়েছিল।
∴ ঝুড়িতে অর্ধেক লেবু পড়ে রইল।
∴ 1 অংশ = 2×2 টি লেবু = 4 টি লেবু
∴ দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4 টি লেবু ছিল।
(e) একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ সরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের সরবতের অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের সরবতে অংশ চিনি আছে। সরবত খাওয়ার আগেই কোন গ্লাসের সরবত বেশি মিষ্টি দেখি।
সমাধানঃ
এখানে,
∴ দ্বিতীয় গ্লাসের সরবত বেশি মিষ্টি।
(f) স্কুলের গেটে অংশ রং করা হয়ে গেছে। কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি।
সমাধানঃ
স্কুলের গেটে অংশ রং করা হয়েছে।
মোট অংশ = অংশ = অংশ
∴ অংশ রং করতে এখনো বাকি আছে।
(g) আমার কাছে 20 টাকা আছে। আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে হিসাব করি।
সমাধানঃ
মোট টাকা = 20 টাকা
আমি খরচ করলাম = 5 টাকা
আমি খরচ করলাম = অংশ = অংশ
এখনও আমার কাছে আছে = অংশ = অংশ
(h) রাজিয়ার কাছে 36টি কুল আছে। যে তার মোট কুলের অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি।
সমাধানঃ
রাজিয়ার কাছে 36টি কুল আছে।
রাজিয়া মোট কুলের অংশ আমাকে দেবে।
∴ রাজিয়া টি = 24 টি কুল আমাকে দেবে।
3. ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাই –
(a) (b) (c)
(d) (e) (f)
সমাধানঃ
(a)
(c)উত্তরঃ
5. নীচের প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি –
(a) (b) (c)
(d) (e)
সমাধানঃ
(a)
∴ এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল
(b)
∴ এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল
(c)
এবং
∴ এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল
(d)
∴ এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল
(e)
∴ এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল
6. নীচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি –
(a) (b) (c)
(d) (e)
সমাধানঃ
(a)
(b)
(c)
(d)
(e)
7. নীচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো (উর্ধ্বক্রমে) সাজাই –
(a)
সমাধানঃ
(a)
যেহেতু,
সুতরাং,
∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
(b)
সমাধানঃ
যেহেতু,
সুতরাং,
বা,
∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
(c)
সমাধানঃ
যেহেতু,
সুতরাং,
∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
(d)
সমাধানঃ
যেহেতু,
সুতরাং,
∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
(e)
সমাধানঃ
যেহেতু,
সুতরাং,
∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
(f)
সমাধানঃ
যেহেতু, 3<7
∴ সবথেকে ছোটো
যেহেতু,
∴
∴
সুতরাং,
∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
(g)
সমাধানঃ
যেহেতু,
সুতরাং,
∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
(h)
সমাধানঃ
যেহেতু,
∴
সুতরাং,
∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই,
8. মান বের করি –
(a)
সমাধানঃ
(b)
সমাধানঃ
(c)
সমাধানঃ
(d)
সমাধানঃ
(e)
সমাধানঃ
(f)
সমাধানঃ
(g)
সমাধানঃ
(h)
সমাধানঃ
9. হিসাব করি –
(a) -এর সাথে কত যোগ করলে 2 পাব দেখি।
সমাধানঃ
∴ -এর সাথে যোগ করলে 2 পাব।
(b) আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভরতি জলের ট্যাঙ্কের অংশ জল খরচ হয়েছে। ছুটির সময়ে দেখা গেল আরও অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি।
সমাধানঃ
∴ ছুটির পরে ট্যাঙ্কে অংশ জল পড়ে আছে।
(c) আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে অংশ ও অংশ খেল। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেল হিসাব করি।
সমাধানঃ
∴ আমি অংশ কেক খেলাম।
যেহেতু,
∴
∴ সাবানা বেশি কেক খেল।
(d) রতনবাবু তাঁর 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। কিন্তু ঊষাদেবী তাঁর 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও ঊষাদেবী তাঁদের জমির কত অংশ পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন।
সমাধানঃ
রতনবাবু 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমি পাট চাষ করেছেন।
∴ রতনবাবু তাঁর জমির অংশ পাট চাষ করেছেন।
ঊষাদেবী 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমি পাট চাষ করেছেন।
∴ ঊষাদেবী তাঁর জমির অংশ পাট চাষ করেছেন।
যেহেতু,
সুতরাং,
∴ রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন।
(e) আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে। আমি অংশ কেটে নিলাম। কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কতটা লম্বা বের করি।
সমাধানঃ
∴ অংশ সাদা ফিতে পড়ে রইল।
15 মিটারের অংশ = মিটার = 10 মিটার
∴ যে সাদা ফিতে পড়ে রইল সেটি 10 মিটার লম্বা।
0 Comments