Join our Telegram Channel

কষে দেখি 1.3 | পূর্বপাঠের পুনরালোচনা | WBBSE Board Class 6 Math Solution

1. পূর্বপাঠের পুনরালোচনা | কষে দেখি 1.3 | Exercise 1.3 | Ganit Prabha Class VI math solution | WBBSE Class 6 Math Solution in Bengali


গণিত প্রভা VI কষে দেখি 1.2 সমাধান 👇


1. ফাঁকা ঘরে লিখি – 
সমাধানঃ

মোট ঘরসংখ্যা = 10 টি 
রঙিন করা ঘরের সংখ্যা = 7 টি 
চিত্রটির 710 অংশ রং করা। 

মোট ঘরসংখ্যা = 6 টি 
রং করা নেই এমন ঘরের সংখ্যা = 5 টি 
চিত্রটির 56 অংশ রং করা নেই। 


চিত্রটিতে 25 অংশ রং করলে হবে 


2. মনে মনে ভেবে নিজে করি – 
(a) অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি।
উত্তরঃ 12 অংশ


(b) আমার কাছে একটি বড়ো চকোলেট আছে। আমি সেই চকোলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকোলেটের কত অংশ পেলাম দেখি।
সমাধানঃ
বোন পেল 3টি টুকরো, ভাই পেল 2 টি টুকরো
∴ বাকি টুকরো = (8 – 3 – 2) = 3
বোন পেল 38 অংশ, 
ভাই পেল 28 অংশ = 14 অংশ,
আমি পেলাম 38 অংশ 


(c) 1 থেকে 10 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মোট পূর্ণসংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি।
সমাধানঃ
1 থেকে 10 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি হল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
এবং মৌলিক সংখ্যাগুলি হল 2, 3, 5, 7
মোট পূর্ণসংখ্যা = 10 টি এবং মোট মৌলিক সংখ্যা = 4 টি 
মোট পূর্ণসংখ্যার 410 অংশ = 25 অংশ মৌলিক সংখ্যা আছে। 


(d) ঝুড়িতে কিছু কমলালেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2 টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি।
সমাধানঃ
দাদুকে অর্ধেক লেবু দেওয়া হয়েছিল।
 ∴ ঝুড়িতে অর্ধেক লেবু পড়ে রইল।
12 অংশ = 2 টি লেবু
1 অংশ = 2×2 টি লেবু = 4 টি লেবু 
দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4 টি লেবু ছিল। 


(e) একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ সরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের সরবতের 15 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের সরবতে 27 অংশ চিনি আছে। সরবত খাওয়ার আগেই কোন গ্লাসের সরবত বেশি মিষ্টি দেখি। 
সমাধানঃ
 15=1×75×7=735
 27=2×57×5=1035
এখানে, 735<1035
দ্বিতীয় গ্লাসের সরবত বেশি মিষ্টি। 


(f) স্কুলের গেটে 57 অংশ রং করা হয়ে গেছে। কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি। 
সমাধানঃ
স্কুলের গেটে 57 অংশ রং করা হয়েছে। 
মোট অংশ = (157) অংশ = 27 অংশ
27 অংশ রং করতে এখনো বাকি আছে। 


(g) আমার কাছে 20 টাকা আছে। আমি 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে হিসাব করি।
সমাধানঃ
মোট টাকা = 20 টাকা
আমি খরচ করলাম = 5 টাকা 
আমি খরচ করলাম = 520 অংশ = 14 অংশ  
এখনও আমার কাছে আছে = (114) অংশ = 34 অংশ


(h) রাজিয়ার কাছে 36টি কুল আছে। যে তার মোট কুলের 23 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি।
সমাধানঃ
রাজিয়ার কাছে 36টি কুল আছে। 
রাজিয়া মোট কুলের 23 অংশ আমাকে দেবে।
রাজিয়া 23×36 টি = 24 টি কুল আমাকে দেবে। 


3. ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখাই – 
(a) 15 (b) 38 (c) 145
(d) 237     (e) 85     (f) 117
সমাধানঃ
(a)

(b)
(c)
(d)


(e)
(f)

4.
উত্তরঃ


5. নীচের প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি – 
(a) 15 (b) 25 (c) 113
(d) 616 (e) 345
সমাধানঃ
(a)

15=1×25×2=210

15=1×35×3=315

15=1×45×4=420
15 এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল 210,315,420 


(b)

25=2×25×2=410

25=2×35×3=615,

 15=2×45×4=820

15 এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল 410,615,820 

(c) 113=43

43=4×23×2=86,

43=4×33×3=129 

এবং 43=4×43×4=1612

113 এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল 86,129,1612 

(d) 616=376

376=37×26×2=7412,

376=37×36×3=11118,

376=37×46×4=14824 

616 এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল 7412,11118,14824 

(e) 345=195

195=19×25×2=3810,

195=19×35×3=5715,

195=19×45×4=7620

345 এর তিনটি সমতুল্য ভগ্নাংশ হল 3810, 5715, 7620


6. নীচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি – 
(a) 2849 (b) 5481 (c) 72108]
(d) 243405 (e) 165180
সমাধানঃ

(a) 2849=47

(b) 5481=23

(c) 72108=23

(d) 243405=35

(e) 165180=1112


7. নীচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো (উর্ধ্বক্রমে) সাজাই – 
(a) 72,74,75

সমাধানঃ
(a)
 72=7×102×10=7020

 74=7×54×5=3520

 75=7×45×4=2820

যেহেতু, 2820<3520<7020

সুতরাং, 75<74<72

∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 75,74,72

(b) 534, 559, 5812
সমাধানঃ
34=3×94×9=2736 

 59=5×49×4=2036

 812=8×312×3=2436 

 যেহেতু, 2036<2436<2736 

সুতরাং, 59<812<34 

বা, 559<5812<534 

∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 559, 5812, 534  


(c) 115, 117, 118
সমাধানঃ
যেহেতু, 18<17<15

সুতরাং, 118<117<115

∴ উর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 118, 117, 115

(d) 13,45, 715
সমাধানঃ
13=1×53×5=515

 45=4×35×3=1215

715=7×115×1=715 

যেহেতু, 515<715<1215

সুতরাং, 13<715<45
উর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 13,715,45

(e) 57,34,14
সমাধানঃ
 57=5×47×4=2028

34=3×74×7=2128 

14=1×74×7=728 

যেহেতু, 728<2028<2128

সুতরাং, 14<57<34
উর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 14, 57, 34

(f) 317, 759, 715
সমাধানঃ
যেহেতু, 3<7
317 সবথেকে ছোটো

59=5×59×5=2545 

15=1×95×9=945 

যেহেতু, 945<2545

15<59

715<759

সুতরাং, 317<715<759
উর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 317, 715, 759


(g) 18,710,35
সমাধানঃ
 18=1×58×5=540

 710=7×410×4=2840

 35=3×85×8=2440

যেহেতু, 540<2440<2840

সুতরাং, 18<35<710
উর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 18,  35,  710


(h) 312, 359, 315
সমাধানঃ
 12=1×452×45=4590

 59=5×109×10=5090

 15=1×185×18=1890

যেহেতু, 1890<4590<5090

15<12<59
সুতরাং, 315<312<359
উর্ধ্বক্রমে সাজিয়ে পাই, 315,312,359


8. মান বের করি – 
(a) 27+23+112
সমাধানঃ
 27+23+112
=27+23+32
=12+28+6342
=10342
=21942

(b) 12538+14
সমাধানঃ
12538+14
=7538+14
=5615+1040
=661540
=5140
=11140

(c) 25+3814
সমাধানঃ
   25+3814
=16+151040
=311040
=2140

(d) 7318213
সমাধানঃ
7318213 
 =725873 
 =168755624 
 =935624 
 =3724 
 =11324

(e) 45+58113
সমাধানঃ
45+58113
=45+5843
=96+75160120
=171160120
=11120
(f) 1310+145114
সমাধানঃ
1310+145114
=1310+9554
=26+362520
=3720
=11720


(g) 256189+134
সমাধানঃ
256189+134
=176179+74
=10268+6336
=34+6336
=9736=22536


(h) 417+2255
সমাধানঃ
417+2255
=297+1255
=145+8417535
=22917535
=5435=11935


9. হিসাব করি – 
(a) 23 -এর সাথে কত যোগ করলে 2 পাব দেখি।
সমাধানঃ 
 223
=623=43
23 -এর সাথে 43 যোগ করলে 2 পাব। 


(b) আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভরতি জলের ট্যাঙ্কের 14 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময়ে দেখা গেল আরও 13 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি।
সমাধানঃ 
11413
=123412
=512
ছুটির পরে ট্যাঙ্কে 512 অংশ জল পড়ে আছে। 


(c) আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 13 অংশ ও 25 অংশ খেল। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেল হিসাব করি। 
সমাধানঃ
 11325
=155615
=415 
আমি415 অংশ কেক খেলাম।
 13=1×53×5=515
25=2×35×3=615
যেহেতু, 415<515<615
415<13<25
সাবানা বেশি কেক খেল। 


(d) রতনবাবু তাঁর 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। কিন্তু ঊষাদেবী তাঁর 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও ঊষাদেবী তাঁদের জমির কত অংশ পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। 
সমাধানঃ
রতনবাবু 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমি পাট চাষ করেছেন।
রতনবাবু তাঁর জমির 1625 অংশ পাট চাষ করেছেন।
ঊষাদেবী 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমি পাট চাষ করেছেন।
ঊষাদেবী তাঁর জমির 815 অংশ পাট চাষ করেছেন।
 1625=16×325×3=4875
815=8×515×5=4075
যেহেতু, 4075<4875
সুতরাং, 815<1625
রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। 
 

(e) আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে। আমি 13 অংশ কেটে নিলাম। কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কতটা লম্বা বের করি। 
সমাধানঃ
 113=313=23
23 অংশ সাদা ফিতে পড়ে রইল।
15 মিটারের 23 অংশ = 23×15 মিটার = 10 মিটার 
যে সাদা ফিতে পড়ে রইল সেটি 10 মিটার লম্বা।  






Post a Comment

0 Comments